নওগাঁর রাণীনগরে জয় বাংলা ঐক্য পরিষদের কমিটি গঠন করা হয়েছে। রাণীনগর শাখা কমিটিতে ফরহাদ হোসেন সভাপতি ও শিহাবুল ইসলাম সম্পাদক পদে নির্বাচিত হয়েছে। ৪৭ সদস্য বিশিষ্ট এই উপজেলা কমিটিকে নওগাঁ জেলা কমিটি এক বছরের জন্য অনুমোদন দিয়েছে।
গত বৃহস্প্রতিবারে জয় বাংলা ঐক্য পরিষদের নওগাঁ জেলা শাখার সভাপতি সাদেকুর রহমান বাঁধন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান অন্তর এর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় , মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নীতি আদর্শকে মর্যাদার সাথে প্রতিষ্ঠিত ও জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে জয় বাংলা ঐক্য পরিষদের রানীনগর উপজেলা শাখার অনুমোদন দেওয়া হয়।
রাণীনগর উপজেলা কমিটিতে, সহ-সভাপতি আশিক রানা, মো:ওমর ফারুক (বুলেট), মাহাবুব হোসেন, যুগ্ম সম্পাদক বায়েজিদ হোসেন, নাজমুল হক , ফাইসাল হোসেন, সাংগঠনিক সম্পাদক পার্থ সরকার, আতিক হাসান, আরমান হোসেন, প্রচার সম্পাদক মোঃ হাসান কাজী, অর্থ সম্পাদক মোছা: সোমাইয়া আক্তার, ক্রীড়া সম্পাদক সালমান ফারসি, ত্রান সম্পাদক মেহেদী হোসেন,আইন সম্পাদক তারেক রহমান, সংস্কৃতি সম্পাদক মাসুদ রানা, ধর্ম সম্পাদক মো: বেলাল হোসেন, দপ্তর সম্পাদক মোঃ মামুন হোসেন।