• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাজু, সম্পাদক অপু সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে: স্থানীয় সরকার উপদেষ্টা আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না: খায়রুল কবির যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ক্লাসে শৃঙ্খলাভঙ্গ: সারদায় প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ গোলটেবিল বৈঠক-রাজশাহী যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমায় উচ্চ রক্তচাপ ঝুঁকি: ওয়েবিনারে বক্তারা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

জিমন্যাস্টিকসে বাইলস, সাঁতারে ম্যাকিনটশের দ্বিতীয় সোনা

স্পোর্টস ডেস্ক
সর্বশেষ: শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

টোকিও অলিম্পিকের দুঃস্বপ্ন কাটিয়ে প্যারিস অলিম্পিকে দারুণ প্রত্যাবর্তন দেখিয়েছেন সিমোন বাইলস। দলগত ইভেন্টের পর ব্যক্তিগতভাবেও সোনা জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট।

সাঁতারে দ্বিতীয় সোনা জিতেছেন কানাডার সামার ম্যাকিনটশ। গতকাল মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে অলিম্পিক রেকর্ড গড়েন তিনি।
অলরাউন্ড ইভেন্টে ৫৯.১৩১ পয়েন্ট নিয়ে সোনা নিশ্চিত করেন বাইলস। তার পেছনে থেকে ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে (৫৭.৯৩২) রুপা ও সুনিশা লি (৫৬.৪৬৫) ব্রোঞ্জ পদক লাভ করেন।

অলিম্পিকে সব মিলিয়ে এটি বাইলসের ষষ্ঠ স্বর্ণ। গতবার মানসিক অবসাদের কারণে আসরের মাঝপথে ছেড়ে যাওয়া এই জিমন্যাস্ট বলেন, ‘তিন বছর আগে যেসব হয়েছে তাতে আমি কখনো ভাবিনি আবারও জিমন্যাস্টের ফ্লোরে পা রাখব। কিন্তু কোচ সিসিল ও লরেন্টের সহায়তায় আমি আবারও জিমে ফিরে আসি এবং মানসিক ও শারীরিক ভাবে কঠিন পরিশ্রম করি। কখনো হাল না ছেড়ে দেওয়ার কারণে নিজেকে নিয়ে আমি গর্বিত। ‘

বাইলসের মতো ইতিহাসে নাম লিখিয়েছেন ম্যাকিনটশও। প্রথম কানাডিয়ান নারী হিসেবে অলিম্পিক সাঁতারে তিনটি পদক জিতলেন ১৭ বছর বয়সী এই সাঁতারু। গতকাল ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্ট শেষ করতে সময় নেন ২ মিনিট ৩.০৩ সেকেন্ড। এই ইভেন্টে রুপা ও ব্রোঞ্জ জেতেন যুক্তরাষ্ট্রের রেগান স্মিথ ও চীনের ঝ্যাং ইউফেই।

একইদিন মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতেও নেমেছিলেন ম্যাকিনটশ। কিন্তু কোনো পদক জিততে পারেনি তার দল কানাডা। ৭ মিনিট ৩৮.০৮ সেকেন্ডের অলিম্পিক রেকর্ড গড়ে সোনা নিশ্চিত করে অস্ট্রেলিয়া। রুপা যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ যায় চীনের ঘরে।

এই ইভেন্টে রুপা জিতে অলিম্পিক ইতিহাসে সবচেয়ে সফল নারী সাঁতারুতে পরিণত হলেন যুক্তরাষ্ট্রের কেটি লেডেকি। অলিম্পিকে এটি তার ১৩তম পদক। ছাড়িয়ে গেছেন ১২টি পদক জেতা জেনি থম্পসন, দারা তোরেস, ন্যাটালিয়ে কফল্যান্ড ও এমা ম্যাকনকে।


আরো খবর