• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:৩৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

ঝুম বৃষ্টিতে ভোটার পালালো

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২১ জুন, ২০২৩

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাগড়া বাধিয়ে দেয় বৃষ্টি। সকাল সেয়া ১১টার দিকে শুরু হয়েছে বৃষ্টি। বৃষ্টির কারণে কমে যায় কেন্দ্রে ভোটার উপস্থিতি।

সকাল থেকেই রাজশাহীর বেশ কিছু ভোট কেন্দ্রে ভোটারদের লম্বা লাইন দেখা যায়। আবার কিছু কিছু কেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো কিছুটা কম। বেলা ১১টার দিকে বেশিরভাগ কেন্দ্রেই ছিলো ভোটারের মোটামুটি উপস্থিতি। কিন্তু বেলা সোয়া ১১টায় নেমে আসে ঝুম বৃষ্টি। মুষলধারে বৃষ্টির সাথে বিদ্যুৎ চমকানির শব্দতে অনেক ভোটারই কেন্দ্র থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যায়। বৃষ্টি শুরুর সাথে সাথে দ্বিগি¦দিক ছোটাছুটি শুরু করেন ভোটার ও সাধারণ মানুষ। ১২টার দিকে বৃষ্টি কমে আসলে অনেকেই আবার ফিরে যায় কেন্দ্রে। তবে, নগরীর আটকোষি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃষ্টির আগে কয়েকশ ভোটারের লাইন চোখে পড়লেও বৃষ্টির সময় ফাঁকা হয়ে যায়। বৃষ্টি শেষে কিছু কিছু ভোটার কেন্দ্রে উপস্থিত হলেও আগের মত লম্বা লাইন হয়নি।

উপশহর স্যাটেলাইট টাউন স্কুল ও শহীদ নজমুল হক স্কুল কেন্দ্রেও ভোটার উপস্থিতি কম দেখা গেছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, আজকে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছিল আগেই। বেলা সোয়া ১১টার দিকে বৃষ্টি শুরু হয়। এসময় ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। সারাদিনে আরো বৃষ্টি হতে পারে।


আরো খবর