• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

টাইটানিকের নায়িকার ওভারকোট নিলামে

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

রাজশাহী সংবাদ ডেস্ক

বহুল আলোচিত হলিউড সিনেমা ‘টাইটানিক’-এর অভিনেত্রী কেট উইন্সলেটের পরা একটি ওভারকোট নিলামে তোলা হয়েছে।যুক্তরাষ্ট্রের নিউ জার্সির একটি নিলাম প্রতিষ্ঠান কোটটি নিলামে তোলে। নিউইয়র্ক পোস্টের রোববারের প্রতিবেদনে বলা হয়, ওভারকোটটি ১ লাখ ডলারেরও বেশি দামে বিক্রির আশা করছে প্রতিষ্ঠানটি।

নিলাম প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানান, শুক্রবার রাত পর্যন্ত পাঁচজন ব্যক্তি সর্বোচ্চ ৩৪ হাজার ডলারে কোটটি কিনতে আগ্রহী প্রকাশ করেন। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া টাইটানিক সিনেমায় জাহাজটি ডোবার সময় রোজ চরিত্রে নায়িকা কেট উইন্সলেট ওভারকোটটি পরেছিলেন। কোটটিতে গোলাপি রঙের উলের ওপর কালো সুতার নকশা করা। চিত্রগ্রহণের সময় কোটটিতে যে পানি লেগেছিল, সে দাগ এখনও আছে বলে জানান কেন গোল্ডিন।

নিলাম প্রতিষ্ঠানটি মনে করছে, ওভারকোটটির ক্রেতা হতে পারে চলচ্চিত্রের স্মৃতিচিহ্ন ও সংস্কৃতি সংগ্রাহক বা এমন কোনো ব্যক্তি, যিনি টাইটানিক সিনেমার বড় ভক্ত।


আরো খবর