নিজস্ব প্রতিবেদক
টানা ষষ্ঠ বারবারের মত সেরা করদাতা সম্মাননা পুরস্কার পেয়েছেন রাজশাহীর মাইক্রো ট্রেডার্সের কর্ণধার নাসিমুল গনি খান (টোটন)। তিনি রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া কেশবপুর পুলিশ লাইন এলাকার স্থানীয় বাসিন্দা মরহুম রহিম উদ্দিন খানের পুত্র। বুধবার কর অঞ্চল রাজশাহীর সেরা করদাতাদের সম্মাননা প্রদান করা হয়। কর অঞ্চল রাজশাহীর ৫টি জেলা ও একটি সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ক্যাটাগরির মোট ৪২ জন সর্বোচ্চ করদাতার হাতে নগরীর একটি রেস্তোরাঁর কনফারেন্স রুমে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও সিআইপি কার্ড তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়কর প্রদানকারীরা কর প্রদানের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করছেন। দেশের উন্নয়ন কর্মকান্ডে আর্থিক যোগান দিতে বৈদেশিক নির্ভরতাকে কমিয়ে আনতে সহায়তা করছে করদাতারা।