• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

ডিবি’র অভিযানে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১৯ মে, ২০২৫

রাজশাহী জেলার বাগমারা থানার নামকান গ্রামে ডিবি পুলিশের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ১৮ মে  রাত ১১:৪০ টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আনোয়ার হোসেন মন্ডল (২৫)। তিনি নামকান গ্রামের আইনুল মন্ডলের পুত্র। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম এবং তার ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন।

সূত্র জানায়, ওই রাতে এসআই মাহবুব আলম ও তার টিম বাগমারা থানার ঝিকড়া বাজার এলাকায় অবস্থানকালে জানতে পারেন, নামকান গ্রামে একজন ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এরপরই রাতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় রাতে আনোয়ার হোসেনকে আটক করা হয়। তার হাতে থাকা একটি চটের বস্তা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ডিবি পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেনের বিরুদ্ধে এর আগেও বাগমারা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বাগমারা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর