রাজশাহীর তানোরে বাড়ি থেকে বেরিয়ে নিরুদ্ধেশ হওয়ার তিন সপ্তাহ পর যুবকের গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ পড়ে ছিলো তানোরের শিবনদীতে। শনিবার সকালে গলিত মরদেহ ও হাড় হাড্ডি উদ্ধার করে পুলিশ। মৃত যুবকের নাম চিত্তরঞ্জন পাল (২৬)। তিনি তানোর পৌর শহরের হাবিবনগর পালপাড়া গ্রামের মনোরঞ্জন পালের ছেলে। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চিত্তরঞ্জন পাল (২৬) গত ২৭ এপ্রিল রবিবার ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। ছেলের খোঁজ না পেয়ে পরদিন পিতা মনোরঞ্জন পাল তানোর থানায় সাধারণ ডায়েরি করেন।
তানোর থানার ওসি বলেন, শনিবার সকালে তানোরের শিবনদীতে বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে স্থানীরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় নিশ্চিত করেন যে, এটি চিত্তরঞ্জনের লাশ। এরই মধ্যে পুলিশ ঘটনা তদন্তে কাজ শুরু করেছেন।