• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

তানোরে ৪ জুয়াড়ি আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহীর তানোরে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে আটকসহ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। আটককৃতরা হলেন, তানোর উপজেলার কামারগাঁ মালশিরা গ্রামের মৃত অমুল্য দাসের পুত্র শ্রী রঘুনাথ দাস (৪৯), আব্দুর সাত্তারের পুত্র আতাউর রহমান (৩২), সালাদ্দীন ভুট্র’র পুত্র নাঈম মন্ডল (২০), রঘুনাথপুর গ্রামের মৃত- আব্দুর রহিমের পুত্র সইমুউদ্দীন (৪৮)।

এবিষয়ে জুয়া আইনে ৪ জনের নামে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তানোর উপজেলার কামারগাঁ মালশিরা গ্রামের কল্পনা খাতুনের চায়ের দোকানে জুয়ার আসর বসে। কাউকে পরোয়ানা না করে প্রতি দিন জোয়ার আসর বসায়।

এলাকাবাসির অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে পুলিশ কল্পনা খাতুনের চায়ের দোকানে অভিযান চালায়। এসময় পুলিশ ওই চার জনকে তাস ও নগদ ১০৪ টাকাসহ আটক করেন।

তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, জুয়ার আসর থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।


আরো খবর