• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহবান এমপি আসাদের

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহবান এমপি আসাদের
তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহবান এমপি আসাদের

তাপদাহ নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য মোহা: আসাদুজ্জামান আসাদ। সোমবার সকালে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে আসাদ এসব কথা বলেন। রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সাগরের আয়োজনে এই বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়।
সকালে রাজশাহী সিটি হাট সংলগ্ন জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বৃক্ষ রোপণ ও বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেয়া হয়। কার্যালয় চত্বরে কয়েকটি বৃক্ষরোপন করে এই কর্মসূচির উদ্বোধন করেন আসাদুজ্জামান আসাদ। এসময় তিনি বলেন, ছাত্রলীগের কর্মসূচি এটি সারা বাংলাদেশ জুড়ে হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা। সেই নির্দেশনা মেনেই আমরা কাজ করছি। তবে এই যে তাপদাহ এটি নিয়ে যাতে কেউ রাজনীতি না করে। এখানে আমরা যেন সবাই সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করি। এই অনুরোধটি আজকের এই ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি থেকে সমস্ত রাজনৈতিক বন্ধুদের কাছে রাখলাম। আসাদ বলেন, দেশজুড়ে এখন খরতাপ চলছে, মানুষ কষ্টে আছে। শ্রমজীবী মানুষের কষ্ট আরো বেশি। অনেকেই আমরা এই শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়েছি। তাদের খাবার পানি দিচ্ছি, স্যালাইন খাওয়াচ্ছি। এগুলোই তো মানবিকতা। কিন্তু দয়া করে লোক দেখানো কিছু করবেন না। এসব নিয়ে রাজনীতি করবেন না। সত্যিকার অর্থেই মানুষ হিসেবে আমাদের দায়িত্ব মানুষের পাশে দাঁড়ানোর। এটিই যেন আমরা করি।
এমপি আসাদ বলেন, ছাত্রলীগ আওয়ামী লীগের জীবনী শক্তি। শুধু তাপদাহের কারণে বৃক্ষরোপণ করছে তা নায়। এটি ছাত্রলীগের প্রতিবছরের কর্মসূচির অংশ। এই তাপদাহ আমাদের জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে। গোটা পৃথিবীর পরিবেশ বিপর্যয়ের ফল আমরা দেখতে পাচ্ছি। একদিকে আমাদের যেমন সামাজিক ভাবে সচেতন হতে হবে, রাজনৈতিক ভাবে এগিয়ে আসতে হবে। পাশাপাশি পরম করুনাময়ের কাছেও প্রর্থনা করতে হবে যেন তিনি আমাদের এই তাপদাহ থেকে রক্ষা করেন।
বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম তৌহিল আল তুহিন, রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবু, সহ-সভাপতি শাহরিয়ার শিমুল, সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, কাটাখালী পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাওসার আজম রাফি, রাজশাহী স্টুডেন্ট কমিউনিটির আহবায়ক মামুন জামান, যুগ্ম-আহবায়ক ইকবাল হোসেন রনি, রাজশাহী ডিপ্লোমা নার্সিং এসোসিয়েশনের সভাপতি রিয়াজুল ইসলাম প্রমুখ।


আরো খবর