• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাজু, সম্পাদক অপু সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে: স্থানীয় সরকার উপদেষ্টা আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না: খায়রুল কবির যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ক্লাসে শৃঙ্খলাভঙ্গ: সারদায় প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ গোলটেবিল বৈঠক-রাজশাহী যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমায় উচ্চ রক্তচাপ ঝুঁকি: ওয়েবিনারে বক্তারা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

দুর্গাপুরে গভীর নলকূপ নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: বুধবার, ৩১ জুলাই, ২০২৪

রাজশাহীর দুর্গাপুরে গভীর নলকূপের মাধ্যমে জমি সেচ দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ দুইজন আহত হয়েছে। আহতদের মধ্যে এক নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামের পূর্ব পাড়ায়।
আহতরা হলো, ওই গ্রামের হাশেম আলীর স্ত্রী ফাতেমা বেগম (৫৫) ও পুত্র রুবেল হক (২৮)।
জানা গেছে, গভীর নলকূপ পরিচালনা নিয়ে গ্রামের দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে বিরোধ চলছিলো। গভীর নলকূপটি চার বছর ধরে নিজেদের দখলে রেখেছিলেন গ্রামের প্রভাবশালীরা। বুধবার সকালে কৃষক হাশেম আলী সহ গ্রামের অন্যান্য কৃষকরা গভীর নলকূপের মাধ্যমে জমি সেচ দিতে গেলে প্রতিপক্ষ মিন্টু রহমান, মোজাম্মেল হক, সোহেল, নাদিম, ফেরদৌস, সাঈদ সহ আরও অনেকে মাঠে গিয়ে বাধা দেয়।
এ সময় উভয় পক্ষের মধ্যে বচসা হলে কথা কাটাকাটির এক পর্যায়ে হাশেম আলীর পুত্র রুবেল হকের উপরে হামলা চালানো হয়। এ সময় ছেলেকে মারধোর দেখে ছেলেকে বাঁচাতে এগিয়ে যায় ফাতেমা বেগম। এ সময় হামলাকারীরা ফাতেমা বেগমকেও লোহার রড ও হাতুড়ি দিয়ে মারধোর করে মাঠে ফেলে রাখে। পরে অন্যান্য কৃষকরা আহত ফাতেমা ও রুবেলকে উদ্ধার করে এবং ফাতেমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ থানায় মামলা দায়ের করা হবে বলে জানান ফাতেমা বেগমের ছেলে রুবেল হক।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, এ ধরনের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 


আরো খবর