জিএম কিবরিয়া, দুর্গাপুর
রাজশাহীর দুর্গাপুরে গমের বাম্পার ফলন হয়েছে। সোনালী পাকা গম ঘরে তুলতে পেরে হাসি ফুটেছে কৃষকের মুখে। শ্রমিক সল্পতায় কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে কাটা হচ্ছে পাকা গম।
চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় ও তেমন কোনো রোগবালাই না থাকায় উপজেলা জুড়েই গমের বাম্পার ফলন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে উপজেলা জুড়ে ৬২০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হয়েছে যেখানে গম উৎপাদন লক্ষ্য মাত্রা ২,২৩২ টন ধরা হয়েছে। এ মৌসুমে উপজেলা জুড়ে বি ৩০ ও ৩৩ জাতের গমের ফলন ব্যাপক হয়েছে। এছাড়াও বাংলাদেশ গম গবেষণা ইনস্টিটিউটের আবিষ্কৃত ১, ২, ও ৩ জাতের ফলন ভালো হয়েছে।
উপজেলার সিংগা গ্রামের কৃষক সুলেমান বলেন, আমি ১৫ কাঠা জমিতে বারি ৩৩ জাতের গমের চাষাবাদ করেছি আবহাওয়া ভালো থাকায় গমের বাম্পার ফলন হয়েছে। গম কাটার মেশিন দিয়ে গম সংগ্রহ করে বাড়িতে নিয়ে গেছি আশাকরি ১৫ থেকে ১৭ মন গম পাবো।
বাজারে গমের দর ভালো থাকায় উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো মুনাফা থাকবে। পাইকারী গম ক্রেতা আবু সাইদ জানান, বাজারে নতুন গম উঠতে শুরু করেছে এবারে গমের দানা অনেক ভালো হয়েছে আমরা ১৪০০ থেকে ১৬০০ টাকা দরে প্রতি-মন গম কিনছি যা খুচরা ৪৫ থেকে ৪৭ টাকা করে প্রতি কেজি বিক্রি হচ্ছে।
এবিষয়ে দুর্গাপুর উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় এবারে গমের উৎপাদন অনেক ভালো হয়েছে। এখনো সব এলাকায় গম কর্তন করা হয়নি। আশাকরি গম বিক্রি করে কৃষকেরা ভালো দাম পাবে।