রাজশাহীর দুর্গাপুরে মোটরসাইকেল ভ্যান মুখোমুখি সংঘর্ষ ভ্যান চালক নিহত হয়েছেন। নিহতের নাম মকসেদ আলী। তিনি উপজেলা দেলুয়াবাড়ি এলাকার মৃত মোসলেম আলীর ছেলে।
সোমবার সন্ধা ৬ টার দিকে উপজেলার দেলুয়াবাড়ি ইউপির কিশোরপুর পূর্বপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ভ্যান চালক মকসেদ আলী ভ্যানগাড়ী নিয়ে কানপাড়া থেকে দূর্গাপুর যাওয়ার সময় অপর দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সোহাগ ও সাগরের সঙ্গে সংঘর্ষ হলে ভ্যান চালক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
অপরদিকে মোটরসাইকেল আরোহীরা সামান্য আহত হয়েছেন ।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ ওসি খায়রুল ইসলাম জানান, ভ্যান মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। একটি দুর্ঘটনা আইনে মামলা রেকর্ড করা হয়েছে।