• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

দুর্গাপুরে সাদা সোনার বাম্পার ফলন

দুর্গাপুর প্রতিনিধি
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

রাজশাহী দুর্গাপুর উপজেলায় সাদা সোনা খ্যাত রসুনের  বাম্পার ফলন হয়েছে। পেঁয়াজের দরপতন হলেও বাজারে রসুনের দর ভালো থাকায়  লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। ঈদকে সামনে রেখে কৃষকের বাড়িতে বইছে উৎসবের আমেজ। অনেক কৃষক খেতেই বিক্রি করে দিচ্ছেন উৎপাদিত রসুন বেঁচে যাচ্ছে পরিবহন ও খাজনার খরচ।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পেঁয়াজের পাশাপাশি রসুনের ব্যাপক আবাদ হয়েছে উপজেলা সিংগা, নান্দোপাড়া, কাঠালবাঠিয়া, আমগাছী, কানপাড়া, আলীপুর, জয়নগর, সহ বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা জুড়ে । পেঁয়াজের তুলনায় স্বল্প পরিচর্যা ও অল্প খরচের কারণে অনেক জনপ্রিয়তা পেয়েছে রসুন চাষাবাদ। কৃষি অফিসের তথ্য মতে ২ হাজারের  অধিক কৃষক ৬৩০ হেক্টর জমিতে রসুন চাষাবাদ করেছেন যেখানে প্রায় ৬ হাজার ৩শত মেট্রিক টন উৎপাদনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে। আবহাওয়া ভালো থাকায় এবার বাম্পার ফলন হয়েছে।
কৃষক আব্দুর জব্বার জানান, বর্তমানে রসুনের বাজার অনেক ভালো ৯৫ থেকে ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে বাজারে। সকল খরচ বাদ দিলে একর প্রতি ১ লক্ষ টাকার উপরে লাভ থাকবে। এই রকম  দাম থাকলে সকলেই অনেক লাভবান হবে। এছাড়াও  পেঁয়াজের তুলনায় রসুনের খরচ অনেক কম, রোগ বালাই নাই বল্লেই চলে। কীটনাশক খুবই স্বল্প পরিমাণে প্রয়োগ করা লাগে একটু সার বেশি লাগে।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার কুন্তলা ঘোষ জানান, উপজেলা জুড়ে রসুনের বাম্পার ফলন হয়েছে। সব যায়গায় সংগ্রহ ও সংরক্ষণ চলছে। ভালো দাম থাকায় আশা করি  কৃষক লাভবান হবে।


আরো খবর