• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নওগাঁয় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: বুধবার, ৮ মে, ২০২৪

নওগাঁর মহাদেবপুরে মাদরাসার এক ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে মাদরাসার শিক্ষক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন উপজেলার এনায়েতপুর ইউনিয়নের তিলন গ্রামের মৃত আবুল খয়েরের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীর মা বাদি হয়ে আলমগীর হোসেনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানা যায়, উপজেলা চান্দাশ ইউনিয়নের রামচরণপুর গ্রামের ওই শিক্ষার্থীর বাবা-মা কাজের সুবাদে ঢাকায় থাকতেন। আর উপজেলা সদরের মডেল স্কুল মোড়ে অবস্থিত রওজাতুল কোরআন মাদরাসায় তাকে ভর্তি করে দেন।
সে ওই মাদরাসার আবাসিকে থেকে ষষ্ঠ শ্রেণিতে লেখাপড়া করতো। অন্যান্য দিনের মতো গত ২৫ এপ্রিল রাতের খাবার খেয়ে অন্য ছাত্রীদের সাথে ঘুমিয়ে পড়ে সে। এদিন রাত ১১ টার দিকে শিক্ষক আলমগীর হোসেন কৌশলে ওই তাকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলার পর রাতেই অভিযান চালিয়ে মামলার একমাত্র আসামি আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তাকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর