নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। এ ক্যাম্পেইনে নওগাঁর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাচ্ছে সাড়ে ৩ লাখ শিশু।
শনিবার সকালে শহরের উকিল পাড়ায় মা ও শিশু কল্যান কেন্দ্রে এর উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাইয়ে এ ক্যাম্পেইনের উদ্ধোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম।
জানা যায়, জেলার ১১টি উপজেলা এবং ৩টি পৌরসভায় মোট ২ হাজার ৪৬০টি কেন্দ্রে ৩ লাখ ৪৬ হাজার ৮৩৩ জন শিশুকে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৫৬১ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ বয়সী ৩ লাখ ১৩ হাজার ২৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় উপস্থিত ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনীর আলী আকন্দ, রাজশাহী স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, নওগাঁ পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা. আনোয়ারুল আজিম, সিভিল সার্জন কার্যালয়ের স্থাস্থ্য কর্মকর্তা ডা.আশিষ কুমার সরকার, সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।