• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:০৮ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নওগাঁয় ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের হোতা আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

নওগাঁয় ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক চক্রের হোতা আটক

নওগাঁ প্রতিনিধি
চাকুরির প্রলোভন দেখিয়ে ও ভূয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া মোঃ আব্দুল হান্নান (৫৫) নামের এক প্রতারক চক্রের মূলহোতাকে আটক করেছে র‌্যাব।
র‌্যাব-৫, সিপিসি-৩ জানান, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ মোস্তফা জামান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার নেতৃত্বে শনিবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে জয়পুরহাট জেলার সদর থানার নতুনহাট এলাকায় অভিযান চালিয়ে ২টি ভূয়া নিয়োগপত্র ও ২টি ভুয়া সীলসহ জেলার সদর থানার তেঘরবিশা গ্রামের মোঃ ইদ্রিস আলীর ছেলেকে আটক করা হয়।
র‌্যাব আরও জানান, আব্দুল হান্নান ৫ জনের একটি সিন্ডিকেটের মূলহোতা যেখানে ২০১৫ সাল থেকে সবাই দরিদ্র লোকদের সাথে প্রতারণামূলক কর্মকান্ড করে আসছে। তারা অবৈধ নিয়োগের মিথ্যা আশা দিয়ে এবং কখনও কখনও ভূয়া নিয়োগপত্র প্রদান করে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। তিনি ২০২১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এক প্রার্থীর কাছ থেকে সাড়ে ৫ লক্ষ টাকা নিয়ে তাকে ভুয়া নিয়োগপত্র দেন। পরে ওই পদে যোগ দিতে যাওয়ার সময় দুই প্রার্থী তাদের ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন।


আরো খবর