• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নওগাঁয় শিক্ষার্থীদের দাবীর মুখে দুর্নীতিগ্রস্ত ভূমি কর্মকর্তাকে বদলী

নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
নওগাঁয় শিক্ষার্থীদের দাবীর মুখে দুর্নীতিগ্রস্ত ভূমি কর্মকর্তাকে বদলী
নওগাঁয় শিক্ষার্থীদের দাবীর মুখে দুর্নীতিগ্রস্ত ভূমি কর্মকর্তাকে বদলী

নওগাঁয় শিক্ষার্থীদের দাবীর মুখে দুর্নীতির অভিযোগ উঠা এক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বদলী করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) বিকেল ৫টায় জেলা প্রশাসক গোলাম মওলা স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়। যেখানে নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৌদুদুর রহমান কল্লোলসহ ৬ জনকে বদলী করেছে জেলা প্রশাসন।
এর আগে গত রোববার (১৮ আগস্ট) দুপুরে দুর্নীতির নানা অভিযোগ তুলে ধরে মৌদুদুর রহমান কল্লোল এর অপসারণ চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দিয়েছিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক শাকীফুল বারী সাকিব বলেন, নওগাঁ জেলায় যে কটি ভূমি অফিস রয়েছে প্রত্যেকটাই দুর্নীতির আখড়া। এসব সিন্ডিকেটের নিয়ন্ত্রক হিসেবে কাজ করেন নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা কল্লোল। তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে আমাদের কাছে। এই কারণে কল্লোলের অতিসত্বর অপসারণ চেয়েছিলাম আমরা। জেলা প্রশাসনের এই বদলী যথেষ্ট নয়। আমরা ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। বিভাগীয় কমিশনারের কাছেও অভিযোগগুলো উত্থাপন করা হবে। অনতিবিলম্বে তার অপসারণ করা না হলে আগামীতে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এবিষয়ে জানতে নওগাঁ পৌরসভা ও চন্ডিপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মৌদুদুর রহমান কল্লোল এর মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
তবে, নওগাঁর জেলা প্রশাসক গোলাম মওলা বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কল্লোলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ নিয়ে আমার কাছে এসেছিলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীরা। কল্লোলের অপসারণের দাবী ছিলো তাদের। এর আগেও কয়েকজন ইউনিয়ন ভূমি সহকারী ও উপ সহকারী কর্মকর্তার বিরুদ্ধে আমার কাছে এবং দুদকে অভিযোগ ছিলো। আবার কয়েকজন বেশ ভালো কাজ করছেন। সব বিবেচনায় কাওকে বদলী করে ভালো কাজ করা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ অফিসে পদায়ন করা হয়েছে।


আরো খবর