• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর শাহমখদুম থানার মোড়ে মুরগি কেনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায়  কিশোর গ্যাংয়ের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর শাহমখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতর নাম সিফাত (২১)। তিনি রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রামের রাকিব আলীর ছেলে।

পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৯ টায় শাহমখদুম থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পবা নতুনপাড়া গাংপাড়া ব্রিজের উপর  অভিযান চালিয়ে সিফাতকে গ্রেপ্তার করে।

এরআগে গত ১ মার্চ দুপুরে শাহমখদুম থানার মোড়ে জনৈক নূর জামানের মুরগির দোকানে মুরগি কেনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য দোকানদার নূর জামানকে মারপিট করে জখম করে। এছাড়াও আসামিরা তার দোকান থেকে ২০ হাজার টাকা নিয়ে চলে যায় এবং হত্যার হুমকি দেয়।

ওই ঘটনার পরপরই অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেপ্তার করে শাহমখদুম থানা পুলিশ এবং অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর