রাজশাহী নগরীর দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গত বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতর নাম সনি (৩৮)। তিনি রাজশাহী নগরীর রাজপাড়া থানার ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকার মৃত সাইদুলের ছেলের।
নগর পুলিশ জানায়, বুধবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল নগরীর বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় এক ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের এসআই নুরন্নবী হোসেন ও তাঁর টিম রাত ১১ টায় রাজপাড়া থানার দাশপুকুর এলাকায় অভিযান চালিয়ে সনিকে গ্রেপ্তার করে।
তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগত টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, উক্ত গাঁজাগুলো বিক্রির কিনেছেন।
সনির বিরুদ্ধে রাজপাড়া ও কাশিয়াডাঙ্গা থানায় মাদকসহ বিভিন্ন অপরাধের ৬টি মামলা রয়েছে। এ ব্যপারে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।