নিজস্ব প্রতিবেদক
রাজশাহীতে ডেঙ্গুর অজুহাত দিয়ে ডাবের দাম বাড়ায় অভিযান পরিচালনা করেছে প্রশাসন। মঙ্গলবার বেলা ১২ টায় রাজশাহীর সাহেব বাজার এলাকায় খুচরা দোকান গুলোতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিম। এ সময় চারটি দোকানে ডাবের দাম বেশি রাখা ও দোকানের সামনে মূল্য তালিকা না থাকায় তিন হাজার টাকার জরিমানা করা হয়। এছাড়াও অন্যান্য খুচরা ব্যবসায়ীদেরকে সতর্কতামূলক দিকনির্দেশনা প্রদান করা হয়। ডাবের বাজারে অসাধু খুচরা ও পাইকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।