• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে চোলাইমদসহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: সোমবার, ১ এপ্রিল, ২০২৪

রাজশাহী মহানগরীতে চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার নগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় এ অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয়  ৫৬০ লিটার চোলাইমদ।

আটককৃতরা হলো- নগরীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকার মারতিন বিশ্বাসের ছেলে মুকুল বিশ্বাস (৪০) ও রখু বিশ্বাসের ছেলে সামিএল বিশ্বাস (৫০) ।

নগর পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  গতকাল রোববার রাত ৯ টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় মুকুল বিশ্বাস তার বাড়িতে বিপুল পরিমান চোলাইমদ মজুত রেখে বিক্রি করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই রাত সাড়ে ৯ টায় কাশিয়াডাঙ্গা থানার মিয়াপুর এলাকায় মুকুল বিশ্বাসারে বাড়িতে অভিযান করে ৫৬০ লিটার চোলাইমদসহ আসামি মুকুল ও সামিএলকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো করা হয়েছে।


আরো খবর