রাজশাহী নগরীতে ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে নগরীর লক্ষীপুর এলাকা থেকে কাটাখালী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর সুমন আলী (২৯)। তিনি নগরীর কাটাখালী থানার শ্যামপুর নগর পাড়া এলাকার মো: ইনসান আলীর ছেলে। সে বর্তমানে নগরীর রাজপাড়া থানার পিয়াজুর মোড়ে বসবাস করত।
নগর পুলিশ জানায়, সুমন আলীর বিরুদ্ধে রাজশাহী আদালতে ছিনতাই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এরই প্রেক্ষিতে নগরীর কাটাখালী থানা পুলিশ আজ বিকালে ৪টায় সাইবার ক্রাইম ইউনিটের দেওয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে, সুমন আলী রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের প্রেক্ষিতে কাটাখালী থানা পুলিশের একবটি দল অভিযান চালিয়ে সুমন আলীকেলক্ষীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত সুমানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।