• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ০৮:৫০ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে পুলিশের অভিযানের গ্রেপ্তার ২৬, মাদকদ্রব্য উদ্ধার

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে ২৬ জনকে আটক করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত রাজশাহী নগরীর থানা ও ডিবি পুলিশ  বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতহার করে। এসময় উদ্ধার করা হয়েছে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য। গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারী ও সেবী রয়েছে।

নগর পুলিশ জানায়- অভিযানে নগরীর রাজপাড়া থানা ৩ জন, মতিহার থানা ৩ জন, কাটাখালী থানা ১ জন, শাহমখদুম থানা ৪ জন, এয়ারপোর্ট থানা ৪ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন, কর্ণহার থানা ১ জন ও ডিবি পুলিশ ৯ জনকে আটক করে।

যার মধ্যে ১ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ১৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৩৭.৬০ গ্রাম হেরোইন, ৫০ পিস ইয়াবা, ১২২০ পিস ট্যাপেন্টাডল, ১২ লিটার চোলাইমদ ও ১১০ গ্রাম গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃতদের বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।


আরো খবর