রাজশাহী মহানগর পুলিশের অভিযানে ১৩ জনকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত নগরীর থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামী, মাদক কারবারী ও সেবী রয়েছে।
নগর পুলিশ জানায় অভিযানে নগরীর বোয়ালিয়া মডেল থানা ১ জন, মতিহার থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, পবা থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ৩ জন, কর্ণহার থানা ২ জন ও ডিবি পুলিশ ৩ জনকে আটক করে।
এরমধ্যে ৮ জন ওয়ারেন্টভূক্ত আসামি, ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদক মামলায় অভিযুক্ত আসামিদের কাছ থেকে ২৬ গ্রাম হেরোইন, ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।
গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।