• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে পুলিশের অভিযানে প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর বোয়ালিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আসামি মো: মোখলেসুর রহমান রঞ্জু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজারের মো: মিজানুর হরমানের ছেলে।  সে নিউ আড়ং সুজ দোকানের প্রোপাইটর।

নগর পুলিশ জানায়,  মোখলেসুর রহমান রঞ্জুর বিরুদ্ধে আরএমপি’র বোয়ালিয়া থানায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। আজ মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মোখলেসুর রহমান আত্মগোপনে থেকে নগরীর কাটাখালী বাজারে ব্যবসা করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবিরের নেতৃত্বে  দুপুর আড়াই টায় অভিযান পরিচালনা করে মোখলেসুর রহমানকে কাটাখালী বাজার থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর