রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর এলাকায় অভিযান চালিয়ে ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। নগরীর কর্ণহার থানা পুলিশের একটি দল গতকাল রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ।
গ্রেপ্তারকৃতরা হলেন- লিটু আহমেদ ও মাসুম আলী। লিটু রাজশাহী মহানগরীর কর্ণহার থানার সাইরপুকুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে ও মাসুম একই থানার দেবর পাড়ার মাসুদ রানার ছেলে।
নগর পুলিশ জানায়, লিটু ও মাসুদের বিরুদ্ধে রাজশাহী’র পারিবারিক আদালতের আলাদা দু’টি মামলায় ৩ মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাজা গ্রেফতারি পরোয়ানা নগরীর কর্ণহার থানায় মুলতবি ছিল। এরই প্রেক্ষিতে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে লিটু কর্ণহার থানার সাইরপুকুর এলাকায় তার বাড়িতে থেকে গ্রেপ্তার করা হয়।
অপর একটি অভিযানে এএসআই হামিদুর রহমান ও তাঁর টিম দিবাগত রাত দেড় টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাসুম আলীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।