• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে পুলিশের অভিযানে ৬৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার ১

রিপোর্টার নাম:
সর্বশেষ: বুধবার, ২০ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী নগরীর মতিহার থানার বুড়ির বাগান এলাকায় থেকে ৬৫ বোতল ফেন্সিডিলসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীর নাম আবু রায়হান (২৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার খোরকপুর লক্ষিপুর এলাকার মৃত বেলাদুল ইসলাম।

নগর পুলিশ জানায়,, গতকাল বুধবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে.এম.আরিফুল হকের তত্ত্বাবধানে পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মতিহার থানার বুড়ির বাগান এলাকায় এক ব্যক্তি ফেন্সিডিল বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ৯ টায় মতিহার থানার বুড়ির বাগান এলাকায় অভিযান চালিয়ে আবু রায়হানকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ৬৫ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর