• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১০:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীতে কৃষককে মাদক মামলায় ফাঁসানোর অভিযোগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নগরীতে সুপারির ভেতরে ১৪শ পিস ইয়াবা উদ্ধার রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাজু, সম্পাদক অপু সাগর-রুনি হত্যার বিচারের বাধা কেটে গেছে: স্থানীয় সরকার উপদেষ্টা আমরা নিষিদ্ধের রাজনীতি বিশ্বাস করি না: খায়রুল কবির যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জুলাই-আগস্টে নিহত পুলিশের সংখ্যা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে ক্লাসে শৃঙ্খলাভঙ্গ: সারদায় প্রশিক্ষণরত ৫৯ এসআইকে শোকজ গোলটেবিল বৈঠক-রাজশাহী যক্ষ্মামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কমায় উচ্চ রক্তচাপ ঝুঁকি: ওয়েবিনারে বক্তারা
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও হেরোইনসহ চারজন আটক

রিপোর্টার নাম:
সর্বশেষ: শনিবার, ২৩ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর কর্ণহার ও শাহমখদুম থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইন উদ্ধারসহ ৪ মাদক কারবারীকে আটক করেছে।   ১৮০ গ্রাম গাঁজাসহ তিন ও শাহমখদুম থানা পুলিশ সোয়া ৫ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার করে। গতকাল শুক্রবার রাতে এ অভিযান চালায় থানা পুলিশ।

নগরীর কর্ণহার থানা পুলিশের অভিযানে আটককৃতরা হলো- মোহাম্মদ মোস্তফা আলম (৪২), মিলন (৪০) ও মোহাম্মদ রায়হান আলী (৩০)। মোস্তফা জামালপুর জেলার সরিষাবাড়ী থানার পিংনা গ্রামের মৃত আজগর আলীর  ছেলে, মিলন রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বারুইপাড়ার মৃত জিন্নাত আলীর ছেলে ও রায়হান একই এলাকার মৃত সোবহানের ছেলে।

শাহমখদুম থানা পুলিশের অভিযানে আটককৃতরা হলো- ইয়াসিন আলী তুফান। তফান রাজশাহী নগরীর শাহমখদুম থানার ভুগরইল পশ্চিমপাড়ার মো: আব্দুল সোবহানের ছেলে।

নগর পুলিশ জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ৯ টায় নগরীর কাশিয়াডাঙ্গা বিভাগের সহকারী পুলিশ কমিশনার শ্যামলী রানী বর্মনের সার্বিক তত্ত্বাবধানে কর্ণহার থানার অফিসার ইনচার্জ কমল কুমার দেবনাথের নেতৃত্বে  পুলিশের একটি দল মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কর্ণহার থানাধীন বারুইপাড়া এলাকায় তিন ব্যক্তি গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন সংবাদের প্রেক্ষিতে কর্ণহার থানা পুলিশেরদল রাত পৌনে ১০ টায় বারুইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। পরে তাদের কাছে তল্লাশী চালিয়ে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

এর আগে  শাহমখদুম থানা পুলিশের একটি দল বিকেল ৩ টায় শাহমখদুম থানাধীন  উত্তর নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে  ইয়াসিন আলী তুফানকে সোয়া ৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কর্ণহার ও শাহমখদুম থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর