• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৪৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে র‌্যাবের অভিযানে গাঁজাসহ সাতজন আটক

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪

রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা নগরীর চন্দ্রিমা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ সাত মাদক কারবারীকে আটক করেছে। গতকাল শুক্রবার র‌্যাব মোল্লাপাড়া ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারীকে আটক করে।

আটককৃতরা হলো- নগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার রঞ্জু (৪০), ছোটবনগ্রাম পূর্বপাড়ায় নয়ন আলী (৩২), ছোটবনগ্রামের আরমান (৩০), রজব আলী (২৯), তমাল হোসেন (৩১), চকপাড়ার বিপুল হোসেন (৩৬), আলাউদ্দিন মিয়া (৫৫)।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, নগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার হযরত মাদার শাহ (রহ.) আলায়হের মাজারের ভেতরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছে। এমন পেয়ে র‌্যাব ঘটনাস্থলে পৌছালে ৭ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাবের তাদেরকে আটক করে।

পরে তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার। তাদের বিরুদ্ধে নগরীর চন্দ্রিমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরো খবর