• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীতে সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেপ্তার

রিপোর্টার নাম:
সর্বশেষ: সোমবার, ১৮ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

রাজশাহী মহানগরীর তিন থানা পুলিশ অভিযানে সাজাপ্রাপ্ত  চারজন আসামীকে গ্রেপ্তার করেছে । নগরীর এয়ারপোর্ট, পবা ও শাহমখদুম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। আজ সোমবার সকাল ও গতকাল রোববার দিবাগত রাতে এ অভিযান চালায় নগরীর তিন থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো- রবিউল ইসলাম, মেজবাহ আহমেদ বাপ্পী,  সাগর আলী ও মানিক। রবিউল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার সাধুর মোড়ের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে। তিনি এয়ারপোর্ট থানার ঝুজকাই পশ্চিমপাড়ায় বসবাস করেন।  মেজবাহ একই থানার বিরস্তইল গ্রামের মৃত সিহাব আহমেদের ছেলে, সাগর পবা থানার মধুসুদনপুরের মো: আকরাম হোসেনের ছেলে ও মানিক শাহমখদুম থানার নামোপাড়ার মনু মিয়ার ছেলে।

নগর পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত পলাতক আসামি  রবিউল ইসলামের বিরুদ্ধে নগরীর এয়ারপোর্ট থানায় সিআর মামলায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা ও মেজবাহ আহমেদ বাপ্পীর বিরুদ্ধে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড সাজা গ্রেফতারি পরোয়ানা মুলতবি ছিল। তবে রায় ঘোষণার পর থেকে তারা পলাতক থাকায় অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারেনি।

এরই মধ্যে এয়াপোর্ট থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল রোববার দিবাগত রাত সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে  রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এয়ারপোর্ট থানার অপর একটি দল  আজ সোমবার সকাল ১১ টায় অভিযান চালিয়ে আসামি মেজবাহকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।

এদিকে পবা থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করে সগর আলীকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও গতকাল রোববার সন্ধ্যা ৬ টায় শাহমখদুম থানায় যৌতুক নিরোধ আইনের মামলায়  সাজাপ্রাপ্ত আসামি মানিক তার বাড়ি থেকে গ্রেপ্তার হয়।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরো খবর