রাজশাহী নগরীর ঝাউতলা মোড় থেকে আট বছরের এক শিশুকে উদ্ধার করে অভিভাবকের কাছে ফিরিয়ে দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশুটিতে উদ্ধারের পর বৃহস্পতিবার তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
নগর পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় রাজশাহী নগরীর রাজপাড়া থানার ঝাউতলা মোড়ে স্থানীয়রা কান্নারত অবস্থায় একটি আট বছরের শিশু দেখতে পায়।
শিশুটি তার নাম জামিম মাহমুদ নুর বলে জানায় এবং সে তার বাবা-মায়ের সাথে চিকিৎসা নিতে এসেছে। ঠিকানা বলতে না পারায় আশেপাশের স্থানীয় লোকজন আরএমপি ডিবি অফিসে খবর দেয়। পরে রাজশাহী মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের একটি টিম তাঁরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরে লক্ষীপুর মোড় এলাকা থেকে একটি আট বছরের শিশু তার বাবা-মা এর কাছ থেকে হারিয়ে গিয়েছে।
সন্তানকে ফিরে পেয়ে তার বাবা-মা রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানান।