গ্রেফতারকৃত হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিল্লী গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে এছাহাক (৩২)। বর্তমানে সে মতিহার থানার তালামারী বালার ঘাট এলাকায় বসবাস করে।
নগর পুলিশ জানায়, গতকাল রোববার বিকাল পৌনে ৫ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল
মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিল। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, নগরীর মতিহার থানার তালাইমারী এলাকায় এক ব্যক্তি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির জন্য অবস্থান করছে।
এমন সংবাদের প্রেক্ষিতে ডিবি পুলিশের ওই বিকাল ৫ টায় মতিহার থানার তালাইমারী এলাকায় অভিযান পরিচালনা করে এছাহাককে ৩০০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নগরীর মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের কর হয়েছে।