রাজশাহীর গোদাগাড়ী থেকে মাদক মামলার ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরীর কর্ণহার থানা পুলিশের একটি দল গোদাগাড়ীর ভাগাইল এলাকায় অভিযান তালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর নাম রাকিবুল ইসলাম রাকিব। তিনি রাজশাহী নগরীর কর্ণহার থানার শিশাপাড়ার এন্তাজ আলীর ছেলে।
নগর পুলিশ জানায়, রাকিবুল ইসলাম রাকিবের বিরুদ্ধে মাদক মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা জারি ছিল কর্ণহার থানায়। গতকাল সোমবার দুপুরে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, রাকিব রাজশাহী জেলার গোদাগাড়ী থানার ভাগাইল এলাকায় অবস্থান করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে কর্ণহার থানা পুলিশের একটি দল দুপুর সোয়া ৩ টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।