• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

লিটন আবারো মেয়র হলে বাড়বে শহরের পরিধি, বাড়বে উন্নয়ন: আসাদ

রিপোর্টার নাম:
সর্বশেষ: রবিবার, ১১ জুন, ২০২৩
লিটনের পক্ষে নগরীতে গণসংযোগ করেন আসাদ - রাজশাহী সংবাদ
লিটনের পক্ষে নগরীতে গণসংযোগ করেন আসাদ - রাজশাহী সংবাদ

নিজস্ব প্রতিবেদক
রাজশাহী জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ  রোববার রাজশাহী সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডে নৌকার পক্ষে গণসংযোগ করেছেন। এই ওয়ার্ডের দরগাপাড়া ও হোসেনীগঞ্জে বাড়ি বাড়ি যান এবং রাস্তার দুই পাশের দোকান ও সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন। এসময় আসাদ বলেন, উন্নয়নের কারিগর এএইচএম খায়রুজ্জামান লিটন। তার দক্ষ পরিচালনায় রাজশাহী শহর এতটাই বদলে গেছে যে, দেশজুড়ে এখন রাজশাহীর উন্নয়নের প্রসংশা হয়। বিশে^র যেকোন দেশ থেকে কোন অতিথি এলে পরিচ্ছন্ন এই শহরের প্রসংশা করেন। খায়রুজ্জামান লিটন আবারো মেয়র হলে এই শহরের উন্নয়ন আরো বিস্তৃত হবে। বাড়বে শহরের পরিধি, বাড়বে উন্নয়ন। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে সবাইকে নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান আসাদ।
গনসংযোগকালে জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান বাবু, রকিবুল হাসান রকিব, তানোর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক, সাবেক ছাত্রলীগ নেতা সামাউন ইসলাম, শরিফুল ইসলাম দীপন, কাইয়ুমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস/এসএস


আরো খবর