• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০১:০১ অপরাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগরীেতে সরঞ্জামাদিসহ ৭ জুয়াড়ি  জুয়ার

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ৩১ মে, ২০২৪

 

রাজশাহী নগরী’র মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে নগদ অর্থ  ও তাসসহ ৭ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো- মিলন (৩০), নবিরুল ইসলাম (৩০), বরজাহান (৫৭), সম্রাট আলী (২৮), আলমগীর হোসেন (৪৮), জিয়ারুল ইসলাম (৩৫) ও মিজানুর রহমান (২২) । তারা সবাই রাজশাহী নগরীর মতিহার থানার খোজাপুর এলাকার বাসিন্দা।

নগর পুলিশষ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৮ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, নগরীর মতিহার থানার খোজাপুর জাহাজঘাট এলাকায় কতিপয় জুয়াড়ি তাস ও টাকা দিয়ে জুয়া খেলছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের টিম রাত সাড়ে ৮ টায় খোজাপুর জাহাজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে  মতিহার থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরো খবর