• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য হলেন সাংবাদিক মঈন উদ্দীন বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ  বিভাগীয় কমিশনারের সাথে রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সিন্ডিকেট ভাঙতে নগরীতে শিক্ষার্থীদের ন্যায্যমূল্যে সবজি বিক্রি আরএমপি কমিশনারের সাথে সাংবাদিকদের মতবিনিময় ব্র্যাকের কমিউনিটিভিত্তিক পর্যটন প্রকল্প ‘অতিথি’র যাত্রা শুরু নগর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নগর পুলিশের পহেলা বৈশাখ উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

আজ পহেলা বৈশাখ, বাংলার নববর্ষ। নতুন বছরের আগমনে মুখরিত বাংলাদেশ। দিনটি উপলক্ষ্যে পুরনো দুঃখ-কষ্ট, যন্ত্রনা-বেদনা ভুলে নতুন বছরে আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনায় আরএমপিতে অনুষ্ঠিত হয়েছে শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

নগর পুলিশ কমিশনারের বাসভবনে (মেট্রো ভবন) রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সকাল ৭ টায় শুভেচ্ছা বিনিময় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, বিভাগীয় কমিশনার, রাজশাহী, মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, রাজশাহী রেঞ্জ ও বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম, কমিশনার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, পহেলা বৈশাখ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং সার্বজনীন লোকউৎসব। এই দিন আমরা আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি মনে রাখি এবং নতুন বছরের জন্য আশা ও উদ্যমের সঞ্চার করি। সকলকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানান এবং সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার ‘তাপু’ আরএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, সেক্টর কমান্ডার বিজিবি, রাজশাহী কর্নেল ইমরান ইবনে রউফ, জেলা প্রশাসক, রাজশাহী জনাব শামীম আহমেদ, পুলিশ সুপার, রাজশাহী জনাব জনাব মো: সাইফুর রহমান, পিপিএম,  র্যা ব-৫, রাজশাহী’র অধিনায়ক লে: কর্নেল মো: মুনিম ফেরদৌস, এসজিপি, পিএসসি, এসিসহ প্রমূখব্যক্তিবর্গ ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


আরো খবর