বাংলাদেশের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান গ্র্যান্ড মাস্টার হওয়ার পথে হাঁটছেন। আজ ভিয়েতনামে গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টে তিনি প্রথম জিএম নর্ম অর্জন করেছেন। গ্রান্ডমাস্টার হতে তার আরও দুটি নর্ম এবং ২৫০০ রেটিং স্পর্শ করতে হবে।
জিএম নর্মের জন্য গত দেড় বছর হন্যে হয়ে ঘুরছেন ফাহাদ। আজ ভিয়েতনামে শেষ রাউন্ডের খেলায় জয় প্রয়োজন ছিল ফাহাদের। ভিয়েতনামের ফিদে মাস্টার বান গিয়া হাইকে হারিয়ে কাঙ্খিত নর্ম অর্জন করেছেন। এর আগেও ফাহাদ তীরে তরী ডুবিয়েছেন অনেক বার৷ তাই আজ বাড়তি চাপ নেননি, ‘এ রকম বেশ কয়েকবার হয়েছে শেষ ২-১ রাউন্ডের জন্য নর্ম হয়নি। তাই আজ সেভাবে চাপ নেইনি’-ভিয়েতনাম থেকে বলেন ফাহাদ।
অনেক সাধনার পর প্রথম নর্ম আসল। বাকি দুই নর্ম এক বছরের মধ্যে করতে চান, ‘প্রথম নর্মটা গুরুত্বপূর্ণ। প্রথম নর্ম আসায় আত্মবিশ্বাস এসেছে। এখন দ্রুত সময়ের মধ্যে বাকি দুই নর্ম পাওয়ার চেষ্টা করব। এখন এক বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে চাই।’
গ্র্যান্ডমাস্টার হতে হলে এ রকম টুর্নামেন্টে আরো খেলতে হবে। এটা ফাহাদের জন্য সহজ নয় সেটাও জানেন, ‘আসলে এ রকম টুর্নামেন্টে খেলতে অর্থ লাগে। বিশেষ করে যাতায়াত। তাই অনেক সময় অনেক টুর্নামেন্ট খেলা যায় না। তবে এখন নর্ম পেয়েছি, এই ফর্ম থাকতে থাকতে খেলা দরকার। সামনে কাজাখস্তান ও রাশিয়া খেলার সম্ভাবনা আছে’-বলেন ফাহাদ।
গ্র্যান্ডমাস্টার নর্ম আদায় করতে হলে রাউন্ড রবিন লিগ টুর্নামেন্টে ৭ পয়েন্ট পেতে হয়। নয় রাউন্ডের মধ্যে গ্র্যান্ডমাস্টারদের মুখোমুখি ও প্রতিপক্ষের গড় রেটিংসহ আরও আনুষাঙ্গিক বিষয় রয়েছে। সব শর্ত পূরণ করায় ভিয়েতনামের এই টুর্নামেন্ট থেকে একটি জিএম নর্ম পেলেন ফাহাদ।