সংবাদ বিজ্ঞপ্তি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প কর্তৃক নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্ম “ডেইরি আইকন ২০২২” নির্বাচিত হয়েছে। ১জুন ২০২৩ ইং তারিখ “বিশ্ব দুগ্ধ দিবস”উপলক্ষ্যেসকাল ১০ টায় কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কে আই বি) মিলনায়তনে “ডেইরি আইকন সেলিব্রেশন” অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সম্মাননা পত্র, ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়।নাবা ডেইরি এন্ড ক্যাটল ফার্ম এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ মামুন অর রশিদ উক্ত সম্মাননা পত্র, ক্রেস্ট ও এক লক্ষ টাকার চেক গ্রহণ করেন। উল্লেখ্য দেশের দুধ উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার জন্য এ বছর ৪১ জন খামারি ও উদ্যোক্তাকে ডেইরি আইকন পুরস্কার দিয়েছে প্রানি সম্পদ অধিদপ্তর। এ বছর ডেইরি ক্যাটাগরিতে ২০ জন, দুধ ও মাংশ প্রক্রিয়াজাত ক্যাটাগরিতে ৯ জন, পশু খাদ্য প্রক্রিয়াজাত ক্যাটাগরিতে ৮জন, খামার যান্ত্রিকি করণ ক্যাটাগরিতে ৪ জন পেয়েছেন এক লাখ টাকার চেক, ক্রেস্ট ও সনদ। প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধাণ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, স্থায়ী কমিটির সদস্য শহীদুল ইসলাম বকুল, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়য়ের সচিব ড. নাহিদ রশিদসহ আরোঅনেকে। পুরস্কার প্রাপ্তি প্রসঙ্গেমোঃ মামুন অর রশিদবলেন প্রতিটি পুরস্কার লক্ষ্যে পৌঁছানোর যাত্রাকে তরান্বিত করে। এ পুরস্কার আমার একার না, এটা এ খামারের প্রতিটি শ্রমিক কর্মচারী কর্মকর্তার অর্জন। আমরা সকলে মিলে এ অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে সচেষ্ট থাকবো, ইনশা আল্লাহ্।