• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নিয়ামতপুরে এসএসসিতে পাসের হার ৮৫.৭২

নিয়ামতপুর প্রতিনিধি
সর্বশেষ: রবিবার, ১২ মে, ২০২৪
Shahin Khan

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এবার এসএসসিতে পাসের হার ৮৫ দশমিক ৭২ শতাংশ।  জিপিএ-৫ পেয়েছে ২৬২ জন পরীক্ষার্থী। শতভাগ পাস করেছে চারটি প্রতিষ্ঠান থেকে। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে।
 রোববার দুপুরে রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, এবার নিয়ামতপুর উপজেলায় মোট এসএসসি পরীক্ষার্থী ছিল ২০৫৯ জন। এর মধ্যে পাস করেছে ১৭৬৫ জন।  চারটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ পাস করেছে। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে।
এই প্রতিষ্ঠান থেকে ৪১ জন পরীক্ষার্থী  জিপিএ-৫ পেয়েছে। ভোকেশনালে পাসের হার ৩৬ দশমিক ৭৮ শতাংশ।  মোট পরীক্ষার্থী ছিল ৮৭ জন। পাস করেছে ৩২ জন। কোনো পরীক্ষার্থী জিপিএ-৫ পাইনি।
দাখিল পরীক্ষায় পাসের হার ৪৮ দশমিক ১৭ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৫২১ জন। পাস করেছে ২৫১ জন। জিপিএ -৫ পেয়েছে ৫ জন।


আরো খবর