• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৩ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নিয়ামতপুরে চোলাই মদ ও গাঁজাসহ গ্রেপ্তার ২

রিপোর্টার নাম:
সর্বশেষ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নিয়ামতপুর প্রতিনিধি: 
নওগাঁর নিয়ামতপুরে পৃথক অভিযান চালিয়ে  চোলাই মদ ও গাঁজাসহ দুইজন বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর গ্রামে ও শ্রীমন্তপুর ইউনিয়নের ঝাঝিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে  ২০ লিটার চোলাই মদ ও ২৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার  আঘোর গ্রামের কালী দাস মূর্মু(৩৪) ও  ঝাঝিরা গ্রামের গবিন্দ ওরফে ভোগত (৭০)।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে,  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তরকৃতদের কাছ থেকে  চোলাই মদ ও গাঁজা উদ্ধার করে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রক আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


আরো খবর