স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ঐ বৃদ্ধ নিজ বাড়ি ও ছাতড়া হাটের রাস্তার পূর্ব পাশে একটি আম বাগানের আমের গাছের ডালে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
আরও জানা যায়,পরিবারের উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন। মকলেছার রহমানের মুদিখনার ব্যবসা ছিল।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন,সংবাদ পেয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যার ঘটনায় একটি ইউ ডি মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।