• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত 

রিপোর্টার নাম:
সর্বশেষ: মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

নিয়ামতপুর প্রতিনিধি: 
সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। এরপর স্মৃতিস্তম্ভে স্হানীয় সাংসদ ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ।
পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, বিএনপি ও অঙ্গসংগঠন। এছাড়া মুক্তিযোদ্ধা সাংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, নিয়ামতপুর থানা, বিভিন্ন সরকারি, আধা-সরকারী, সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানসহ প্রেসক্লাবের সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে।
দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে সকাল সাড়ে ৮ টায় নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। সাথে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কুচকাওয়াজের উদ্বোধন করেন।
বাংলাদেশ মানবাধিকার নিয়ামতপুর উপজেলা শাখার সভাপতি বজলুর রশিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহম্মেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পক্ষে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ মোরশেদ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম।
কুচকাওয়াজ অনুষ্ঠানের পর জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। দিবসটি পালন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগসহ অঙ্গসংগঠন পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
এছাড়া দিবসটি উপলক্ষে চৌরাপাড়া ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।


আরো খবর