নওগাঁর নিয়ামতপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট কাল মঙ্গলবার। উপজেলার আটটি ইউনিয়নের ৭৯ টি কেন্দ্রে সকাল ৮টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। উপজেলায় তিনটি পদে ১৫ জন প্রার্থী প্রতিদ্বীন্দ্বিতা করছেন। চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বীন্দ্বিতা করছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ (কাপ পিরিচ), উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন (ঘোড়া), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ (মোটরসাইকেল), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব (হেলিকপ্টার), নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন (আনারস), সোহরাব হোসেন (জোড়া ফুল)।
ভাইস-চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু (চশমা), ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তুশিত কুমার সরকার (বাল্ব),সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন বুলু (টিউবওয়েল), উপজেলা সাবেক ছাত্রলীগের আহ্বায়ক তাওফিক হোসেন চৌধুরী (মাইক), রেজাউল করিম (তালা)।
মহিলা ভাইস চেয়ারম্যানে পদে প্রার্থীরা হলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান নাদিরা বেগম (কলস), পাড়ইল ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা জোহরা খাতুন (ফুটবল), স্বপ্না রানী (পদ্ম ফুল), নাজমিন আরা (হাঁস)।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর ৭৯ টি ভোট কেন্দ্রে ২ লাখ ১১ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৭৯টি কেন্দ্রের মধ্যে দূরত্ব বিবেচনায় ভোটের দিন সকালে ব্যালট পেপার বিতরণ করা হবে।
সহকারী রিটার্নিং অফিসার জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কেন্দ্রিক সহিংসতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করবে।