• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

পত্নীতলার বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে লিচু

পত্নীতলা রতিনিধি
সর্বশেষ: শনিবার, ২৫ মে, ২০২৪

নওগাঁর পত্নীতলায় বাজারে উঠেছে মধু মাসের রসালো ফল লিচু বিক্রি হচ্ছে চড়া দামে। অধিক লাভের আশায় অপরিপক্ক লিচুও বিক্রি করছে অনেকে। উপজেলার বিভিন্ন বাজারে পাওয়া যাচ্ছে লিচু। গরমে কদর বেড়েছে রসালো এই ফলের।বিক্রেতারা খুশি হলেও ক্রেতারা অসন্তোষ প্রকাশ করেছেন। ক্রেতাদের অভিযোগ দাম চড়া, অপরিপক্ক লিচু বিক্রি, ৫০ টার কম বিক্রি করছে না তারা ১০, ২০ টি নিতে চাইলে দিচ্ছে না।

শনিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায় নজিপুর বাসস্ট্যান্ড গোল চত্বর এলাকায় চড়া দামে লিচু বিক্রি হচ্ছে। প্রতি ১ শ লিচু ৩শ থেকে ৮শ টাকা দরে বিক্রি করছে তারা। সাধারণ দেশীয় জাতের লিচু ৩শ থেকে ৪শ টাকা শ টাকা, চায়না থ্রী লিচু
৫শ থেকে ৮ শ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছে তারা পাইকারী বাজারে বেশী দামে কিনেছে তাই বেশী দামে বিক্রি করতে হচ্ছে।

লিচু কিনতে আসা আলেয়া খাতুন নামে এক গৃহিনী বলেন, মৌসুমি ফল তাই সুযোগে ব্যবসায়ীরা দাম বেশি চাচ্ছেন। তিনি বলেন, বাচ্চারা লিচু খুব পছন্দ করে। বাজারে প্রথম এসেছে দেখে কিনছি।

লিচু কিনতে আসা ভ্যানচালক রহমত আলী জানান আমার মেয়ে ছোট বাচ্চা লিচু দেখে খেতে চাচ্ছে আমার কাছে বেশী টাকা নেই ২৫টি লিচু কিনতে চাইছি বিক্রেতা বলে ৫০ টার নিচে বিক্রি নেই তাই কিনতে পারিনি। মাহাতাব আলী বলেন কাছে টাকা নেই ২৫ টি লিচু কিনবো বিক্রেতা মোজাফফর বলেন ৫০ টার নিচে বিক্রি হবে না পরে ৫০ টি লিচু আরেকজনের সাথে ভাগ করে ২৫ টি করে দুজন নিয়েছি। ভাগ করতে যেয়ে দুটি লিচু কম ছিল।

লিচু বিক্রেতা মিন্টু বলেন বলেন খড়াতে লিচুর ফলন কম তাই পাইকারী বাজারে লিচুর দাম বেশী। বেশী দামে লিচু কিনতে হচ্ছে তাই বেশী দামে বিক্রি করছি আমাদের খুব বেশী লাভ নেই।

নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু বলেন লিচু ব্যবসায়ীদের সাথে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।


আরো খবর