• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
রাজশাহীর বাসচালক হত্যাকাণ্ডের মূলহোতা নান্টুসহ গ্রেপ্তার দুই অভ্যন্তরীণ অভিবাসীদের অধিকার নিয়ে সাংবাদিকদের সঙ্গে গণমাধ্যম সংলাপ অনুষ্ঠিত গোদাগাড়ী স্কুলের এসএসসি ৯৪ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

পবায় উপজেলা নির্বাচনে প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: শুক্রবার, ১৭ মে, ২০২৪

আগামী ২৯ মে পবায় ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিন্দ্বন্দী প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠান শুক্রবার বিকাল চারটায় পবার নওহাটা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

পবা পিস ফ্যাসিলেটেটর গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান পবা পিস এ্যাম্বাসেডর অধ্যাপক আশরাফুল হক তোতা। পবা পিএফজির কো-অর্ডিনেটর সোহেল মাহবুব এর সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রোজেক্ট এর রাজশাহী জেলা সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

উপস্থিত থেকে জনগণের বিভিন্ন প্রশ্নের জবাব দেন চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, চেয়ারম্যান প্রার্থী আ. রশীদ, চেয়ারম্যান প্রার্থী ডেভিড রিচার্ড মুর্মু, ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম, মোঃ সারোয়ার আলম মানিক, প্রদীপ কুমার সাহা পিংকু, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী পপি খাতুন।

এসময় প্রার্থীরা আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার অঙ্গিকার করেন। উপস্থিত জনগণও অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য সহযোগিতা এবং সৎ যোগ্য ব্যক্তিকে ভোট দেয়ার শপথ করেন। অনুষ্ঠানে পবা পিএফজির পিস এ্যাম্বাসেডর, পিএফজির উপদেষ্ঠা, সদস্য এবং পবার বিভিন্ন এলাকার ভোটারগণ অংশগ্রহণ করেন।


আরো খবর