নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবা উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে ‘জনগণের কথা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) বেলা ১১২টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত।
রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, পবা উপজেলা প্রকৌশলী মুকবুল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সুব্রত কুমার সরকার।
সভায় অতিথিবৃন্দ ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এবং সর্বজনীন পেনশন স্কিম এবং দেশের সার্বিক উন্নয়ন বিষয়ে আলোকপাত করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়ন কর্মপরিকল্পনা দেশকে এগিয়ে নিতে সহায়ক ভূমিকা পালন করছে বলে বক্তাগণ সভায় মন্তব্য করেন।
তারা বলেন, সরকারি দপ্তর শুধু নয়, দেশের সার্বিক উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। গুজব, অপপ্রচার, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিহত করে দেশের সার্বিক কল্যাণে সকলকে উন্নয়নের কর্মযজ্ঞে অংশগ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামুল কবীর।
সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী জেলা তথ্য অফিসের পরিচালক মোহা. ফরহাদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, জেলা তথ্য অফিস এবং উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।