রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের কেএইচ টিকর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে গরম থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টির আশায় মহান আল্লাহ তায়ালার নিকট বৃষ্টি চেয়ে সালাতুল ইস্তিসকার নামাজ আদায় এবং মোনাজাতের মাধ্যমে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৮ টায় সালাতুল ইস্তিসকার নামাজে ইমামতি করেন বশিরাবাদ দাওয়াতুল ইসলাম আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আরিফুল ইসলাম।
এসময় মুসল্লিরা জামাতের সাথে দুই রাকাত নামাজ আদায় করেন। অঝোরে চোখের পানি ছেড়ে মোনাজাত করেন। তওবা করে ক্ষমা চেয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে হাত উল্টো করে দুই হাত প্রসারিত করে রহমতের বৃষ্টির জন্য আল্লাহর সাহায্য কামনা করে প্রার্থনা করেন।
উপস্থিত ছিলেন আসন্ন পবা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও রাজশাহী জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজেদ আলী খাঁন, চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মোস্তাফিজর রহমান মানজাল ও ফারুক হোসেন ডাবলু, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম, দামকুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলাম সহ ইউনিয়নের আলেম সমাজ ও স্থানীয় জনগণ।