নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর পবায় এসো বদলে যাই সামাজিক সংগঠনের উদ্বোধন এবং সংগঠনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৪ তম জন্মদিন উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার(১৭ ই মার্চ) বিকেলে নওহাটা পবা থানা মোড়ে এসো বদলে যাই সামাজিক সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ।
এসো বদলে যাই সামাজিক সংগঠনের চেয়ারম্যান প্রভাষক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মশিউর রহমান বিপ্লব এর তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মানজাল, পবা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন ডাবলু, নওহাটা পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল বারী খান, নওহাটা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আব্দুর রশিদ, নওহাটা পৌরসভা সাবেক আওয়ামী লীগ নেতা বাবলু হোসেন, বড়গাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোবারক হোসেন, নওহাটা পৌরসভার ছাত্রলীগের সভাপতি তানভীর রহমান, পৌরছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু সহ স্থানীয় সুধীজন।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য আসাদুজ্জামান বেলুন উড়িয়ে এসো বদলে যাই সামাজিক সংগঠনের এবং পলিথিন বিশুদ্ধকরণ মেশিনের উদ্বোধন করেন।