• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
রামেক ছাত্রদলের সভাপতি নূর, সম্পাদক রীমন রাজশাহীতে ইলেকট্রিক বাইক আনল রিভো বাংলাদেশ রংপুর বিভাগীয় সমিতির সভাপতি ডা. মতিউল, সম্পাদক সাংবাদিক সাজু রাজশাহীর নিউমার্কেটের আগুনে পোড়া ১২ দোকানীকে রক্ষা সংগ্রাম পরিষদ ও বাপার সহায়তা রাজশাহীতে ৫ রত্নগর্ভা মাকে ও দুই সংগ্রামী নারীকে সম্মাননা দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে সোনা, দেড় লাখ ছাড়ালো ভরি রাজশাহীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছেই, ৫৭ শতাংশই রাজশাহীর তানোরে বিএনপির লিফলেট বিতরণে হামলার ঘটনায় সাংবাদিক সম্মেলন  তানোরে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণে হামলা এক লাখ মানুষের রোজগারের প্রত্যক্ষ সহযোগী নাবিল গ্রুপ: পার্টনারস্ মিট অনুষ্ঠানে এমডি
নোটিশ
রাজশাহীতে আমরাই প্রথম পূর্ণঙ্গ ই-পেপারে। ভিজিট করুন epaper.rajshahisangbad.com

পবা উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে গেলেন চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলী ও মানজাল

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ: রবিবার, ১২ মে, ২০২৪

রাজশাহীর পবায় আগামী ২৯ মে উপজেলা পরিষদ নির্বাচন। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ছিল গতকাল রোববার। নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলার পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী ও রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান মানজাল।

এই নির্বাচনে চেয়ারম্যান পদে ও পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র উত্তোলন ও জমা দিয়েছিলেন ২০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৮ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।

বর্তমানে চেয়ারম্যান পদে ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: ওয়াজেদ আলী খাঁন, মো: ফারুক হোসেন (ডাবলু), মো: এমদাদুল হক এমদাদ, মো: সাইফুল বারী ভুলু, মো: আব্দুর রশিদ ও ডেভিড রিচার্ড মুর্মু।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মোসা: আরজিয়া বেগম, মোসা: হাসিনা খাতুন, মোসা: চেনবানু ও মোসা: পলি খাতুন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন মো: ফরিদুল ইসলাম রাজু, মো: শহিদুল ইসলাম, মো: কামরুজ্জামান, মো: নাজমুল ইসলাম, মো: রফিকুল ইসলাম, মো: সরওয়ারে আলম (মানিক), শ্রী প্রদীপ কুমার সাহা ও মো: আসাদুজ্জামান আসাদ।

আজ ১৩ মে সোমবার প্রতিক বরাদ্ধ দেয়া হবে। ২৯ মে বুধবার সকাল ৮ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালট এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলায় ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ভোট কেন্দ্র সংখ্যা ৮৪টি, ভোট কক্ষের সংখা ৬২৬টি, মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৮৩৮ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৩০ হাজার ৯০১ জন ও মহিলা এক লাখ ২৯ হাজার ৯৩৪ জন এবং হিজড়া ৩ জন।


আরো খবর