পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকা থেকে ১ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুৃলিশ। আজ সোমবার দুপুরে পবা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতর দেলোয়ার হোসেন। তিনি পবা থানার পূর্ব পুঠিয়াপাড়া এলাকার মৃত খলিলুর রহমানের ছেলে।
পবা থানা পুলিশ জানায়, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে পবা থানায় রাজশাহী আদালতের একটি মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আজ সোমবার দুপুরে পবা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দেলোয়ার হোসেন পবার পূর্ব পুঠিয়াপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।